জিবিসি নামক কঠিন রোগে আক্রান্ত হয়েছে নিলি চন্দ (১৫)। দীর্ঘদিন থেকে এই কঠিন রোগে আক্রান্ত হয়েছে সে। অর্থের অভাবে উপযুক্ত চিকিৎসা করাতে না পারায় নিলি চন্দ চরম দুঃখ-কষ্ঠে দিনযাপন করছে । দিন দিন তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটছে । নিলি চন্দ সিলেট নগরীর আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থী। নিলি চন্দ সিলেট নগরীর লাক্কাতুরার বাসিন্দা নিপেন্দ্র কুমার চন্দ ও অনিতা চন্দের মেয়ে । বর্তমানে বাসায় চিকিৎসাধীন নিলির শরীর,দুহাত,ওকমর অবস হয়ে উঠেছে । গত দুই মাস ধরে নিলি উঠতে বসতে ও দাঁড়াতে পারে না। ইতিমধ্যে তাঁর চিকিৎসার জন্য পাঁচ লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে । বিজ্ঞ চিকিৎসকরা বলছেন- তাকে ঢাকায় নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা করাতে হবে । কিন্ত নিলি চন্দের দরিদ্র বাবা মায়ের পক্ষে এত টাকা যোগার করে চিকিৎসা করানো অসম্ভব। তাই তারাঁ তাঁদের মেয়েকে বাঁচাতে সমাজের সকল শেণি পেশার মানুষদের নিকট সাহার্য্যর জন্য হাত বাড়িয়েছেন । সাহার্য্য পাঠানোর ঠিকানা ঃ অনিতা চন্দ,হিসাব নং ০৮৬১১১১১৪২৯৪, উত্তরা ব্যাংক লিমিটেড,আম্বরখানা,সিলেট,৩১০০। মোবাইল নং ০১৭০৩৯৫৩১৭৭, ০১৭২১৯৬২৫৭৭ ।