সিলেট মিডিয়া: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী সাবেক প্রতিনিধি ও রাষ্ট্রদূত, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ড. এ.কে আব্দুল মোমেন বলেছেন, স্বাধীনতা যুদ্ধে গীতি কবিতার অবদান অনস্বীকার্য। গীতি কবিতার মাধ্যমেই কবিরা স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় মুক্তিযোদ্ধাদের যুদ্ধে উৎসাহিত করেছেন। গীতি কবিতা মানুষের মনের খোরাক, কবিতা মন ও দেহকে সুস্থ রাখে। তাই সবাইকে বেশি বেশি করে কবিতা চর্চা করতে হবে। তিনি আরো বলেন, তরুণ লেখক অমিতাভ চক্রবর্ত্তী লেখনির মাধ্যমে এক দিন দেশে-বিদেশে বাংলাদেশর মুখ উজ্জল করবে।
তিনি গতকাল ৩১ জানুয়ারী মঙ্গলবার রাতে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে রনদ্বীপ চৌধুরী সিংকন ও অপু কান্তি দেব রায় এর সম্পাদনায় তরুণ লেখক অমিতাভ চক্রবর্ত্তীর লেখা গীতি কবিতার বই “বঙ্গবন্ধুর মেয়ে তুমি শেখ হাসিনা” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হৃদয়ে ’৭১ ফাউন্ডেশনের চেয়ারম্যান রহুল আলম চৌধুরী উজ্জল, চৈতন্য প্রকাশক মোঃ জাহিদুল হক চৌধুরী রাজীব। স্বাগত বক্তব্য রাখেন শোভন রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইব্রাহিম আহমদ জেসি, আব্দুস সোবহান, মফিজুর রহমান মফি, তারিকুল ইসলাম কাবি, আবু বকর পারভেজ, আহমদ হামজা চৌধুরী, বাপ্পন রায়, শুভ্র শিকদার প্রমুখ।