সিলেট মিডিয়া: নতুনধারার সংগঠন প্রেরনা ৭১সিলেট’র বর্ণীল অভিষেক অনুষ্টান অনুষ্টিত নতুন ধারার সংগঠন প্রেরণা ৭১সিলেটের বর্ণীল অনুষ্টানের মধ্যে দিয়ে অভিষেক অনুষ্টান অনুষ্টিত হয়েছে গতকাল ১লা ফেব্রুয়ারি বুধবার নগরীর জামতলাস্থ বি.এম.কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্টিত হয় প্রভাষক মববরুর আহমদ সাজুর সভাপতিত্বে ও সদস্য আনজুমান বেগম ও আমিনুল ইসলাম জয়ে যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বি.এম কলেজের চেয়ারম্যান মো.তাজুল ইসলাম বিশেষ ভাবে আমন্ত্রিত। উক্ত অনুষ্টানে সিলেটের কবি.লেখক.সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সিলেটের বিশিষ্টজনেরা উপস্থিত থেকে অনুষ্টান প্রানবন্ত হয়ে উঠে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানে অন্যান্য মাঝে বক্তব্য রাখেন কবি নুরুল আমিন প্রভাষক অমল কুমার বর্মণ সাংবাদিক তাওহিদুল ইসলাম সমাজকর্মী জহিরুল ইসলাম প্রভাষক এমদাদুল হক মিলন,কামরান তালুকদার নাঠ্যকর্মী কামাল আহমেদ, মিন্টু দেবনাথ, অজয়,রিয়াদ,সজিব, প্রমুখ বক্তারা বলেন সম্ভাবনায় আগামির আহবান এই প্রতিপাদ্য কে সামনে রেখে নতুন ধারার, শিল্প সাহিত্য,সংস্কৃতি ও সমাজ কর্ম বিষয়ক সংগঠন প্রেরণা ৭১ সিলেট’এগিয়ে যাবে সকলের সুন্দর ভবিষ্যত কামনা করা হয়। অনুষ্টানের শুরুতেই পরিচিতি পর্বে সাজানো পরিবেশে উৎসাহ ও উদ্দিপনামূলক পরিবেশ সৃষ্টি হয়। অনাড়ম্বর পরিবেশে আলোচনা সভায় বক্তারা আরো বলেন মুক্তিযুদ্ধের প্রেরনায় আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে আমরা আমাদের বাংলাদেশ কে এগিয়ে নিতে নিবেদিত হয়ে কাজ করতে হবে । দেশের জন্য সমাজের জন্য সাহিত্যর জন্য সব মিলিয়ে আজকের তরুন প্রজন্মরাই মুক্তযুদ্ধের প্রেরনার আগামি দিনের পথপদর্শক হবে উল্লেখ করে প্রত্যয় ব্যক্ত করা হয়। পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টার মধ্যে রয়েছেন মুক্তিযোদ্ধা ভবতোষ বর্মণ রানা,সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার বদরুল ইসলাম সোয়েব, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি নাজমিন আক্তার সিলেট বি.এম.কলেজের চেয়ারম্যান তাজুল ইসলাম সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি শামসুল আলম সেলিম সংগঠনে আহবায়ক মবরুর আহমদ সাজু কে সভাপতি ও এমসি কলেজ জাতীয় কবিতা পরিষদের সাবেক সভাপতি নুরুল আমিন কে সাধারন সম্পাদক করে তিনবছর মেয়াদি ১৭সদস্য বিশিষ্ট কমিটর অভিষেক হয়েছে । দািয়ত্বশীল নেতৃবৃন্দ হলেন সভাপতি প্রভাষক মবরুর আহমদ সাজু সহ সভাপতি কবি মাজহারুল আলম সহ সভাপতি সুজন তালুকদার সহ সভাপতি প্রভাষক অমল কুমার বর্মণ , সাধারন সম্পাদক নুরুল আমিন .সহ সাধারন প্রভাষক এমদাদুল হক মিলন সহ সাধারন সম্পাদক রাজু তালুকদার সহ সাধারন সস্পাদক কামরান তালুকদার সাংগঠনিক সস্পাদক অজয় বৈদ্য অন্তর সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম জয় কোষাধ্যক্ষ সোহান মিয়া সহ কোষাধ্যক্ষ সস্পাদক মোঃরিয়াজুল ইসলাম সজল প্রচার সস্পাদক যিশু আচার্য তথ্যপ্রযুক্তি সম্পাদক আলমগীর কবির সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল ইসলাম অনি অনি ক্রীড়া সস্পাদক মিন্টু দেবনাথ, সাহিত্য সম্পাদক সজিব আহমদ, সদস্য আনজুমান বেগম সুমি বেগম, রিয়াদ প্রমুখ,