মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে :
জামালপুরের সরিষাবাড়ীতে অননুমোদিত বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় নসিমন উল্টে এনজিও কর্মকর্তা ও শিক্ষক-ছাত্রসহ অন্তত ১০ জন পথচারী আহত হয়েছে। পৌরসভার কেন্দ্রীয় গোরস্থান এলাকায় মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
গুরুতর আহতদের মধ্যে স্থানীয় দারিদ্র ও পরিবেশ উন্নয়ন সোসাইটির (এনজিও) নির্বাহী পরিচালক আলী আকবরকে (৫০) রাজধানীর পঙ্গু হাসপাতাল ও আল-হেরা ইসলামিক একাডেমির শিক্ষক নাসির উদ্দিন বিএসসিকে (৬৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আল-হেরা ইসলামিক একাডেমির আরেক শিক্ষক সাইদুর রহমান (২৮), শিমলা কেন্দ্রীয় হাফেজিয়া মাদ্রাসার ছাত্র আব্দুস সালাম (১৭) ও সবব্জি বিক্রেতা জামাল প্রামাণিক (৫০) উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, কামরাবাদ গোরস্থান এলাকায় বাউসি থেকে পৌর এলাকাগামী বৈদ্যুতিক খুটি বোঝাই নসিমনকে ছয় চাকাবিশিষ্ট বেপরোয়া ট্রাক্টর পেছন থেকে ধাক্কা দেয়। নসিমনটি উল্টে খাদে পড়ে গেলে পথচারীরা আহত হয়।
থানার ওসি (তদন্ত) তাওহিদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, গাড়ি দু’টিকে আটক করা হয়েছে। তবে চালক কৌশলে পালিয়ে গেছে।