প্রতিদিন নয়শ শরণার্থী প্রবেশের অনুমতি দেবে কানাডা। এ ব্যাপারে গত সোমবার প্রাদেশিক নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, সংকট মোকাবেলায় পঁচিশ হাজার শরণার্থীকে স্বাগত জানানো এবং তাদের পুনর্বাসনের ব্যাপারে আমরা সবাই একমত।
তবে সরকারি সূত্রের বরাত দিয়ে স্থানীয় একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, জাতীয় নিরাপত্তার কারণে কোনো নিঃসঙ্গ শরণার্থী কানাডায় প্রবেশের অনুমতি পাবে না।
চলতি বছরের শেষ নাগাদ পঁচিশ হাজার শরণার্থীকে দেশটিতে প্রবেশ করতে দেওয়া হবে। অনুমতিপ্রাপ্তরা সিরিয়া থেকে তুরস্ক, জর্দান ও লেবানন হয়ে আসবে।
জানা গেছে, নতুন প্রবেশ করা বেশিরভাগ শরণার্থীর প্রথম ঠিকানা হবে সেনা ঘাঁটিগুলোয়। ঘাঁটিগুলো এরই মধ্যে তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। এছাড়া হোটেল ও পরিত্যক্ত হাসপাতালগুলোও শরণার্থীদের আবাসনের জন্য ব্যবহার করা হবে।
উল্লেখ্য, এই পঁচিশ হাজারের সবাই সিরীয় শরণার্থী।