এসবিএন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর দুর্ঘটনায় পড়েছে সাউথওয়েস্ট এয়ারলাইন্সের একটি বিমান। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ট্যাক্সিওয়ে থেকে বিমানটি ছিটকে খাদে পড়লে আট যাত্রী আহত হয়।
ন্যাশভিল ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনায় আটজন আহত হয়েছেন। তাদেরকে নিকটস্থ একটি মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। টেক্সাসের হিউস্টন থেকে ছেড়ে আসা সাউথওয়েস্ট এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমানটিতে ১৩৩ আরোহী ও পাঁচজন ক্রু ছিলেন। বিমানটি একটি খাদে পড়ে সামনের অংশ মাটিতে গেঁথে যায়।
এয়ারলাইন্স এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় আনুমানিক সাড়ে ৫টার দিকে সাউথওয়েস্ট এয়ারলাইন্সের ৩১ নম্বর বিমানটি ন্যাশভিল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর প্রবেশদ্বারের দিকে যাওয়ার সময় ট্যাক্সিওয়ে থেকে ছিটকে পড়ে।