এসবিএন ডেস্ক:
রাজধানীর কদমতলীতে ‘অবহেলাজনিত কারণে’ পয়ঃনিষ্কাশন নালায় পড়ে শিশু ইসলাইল হোসেন নীরবের মৃত্যুর জন্য ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে হাই কোর্ট।
এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ মঙ্গলবার এই রুল জারি করেন।
স্বরাষ্ট্র সচিব, ওয়াসার চেয়ারম্যান, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও করপোরেশনের সচিবসহ ১৩ জনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।