এসবিএন ডেস্ক:
মহান বিজয় দিবস উপলক্ষে নন্দিত নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন এবারও নির্মাণ করেছে বিশেষ অনুষ্ঠান ‘মুক্তির কথা বিজয়ের গান’। ভিন্ন আঙ্গিকের এ অনুষ্ঠানটিতে সংগীত পরিবেশন করেছেন দেশের শীর্ষস্থানীয় ৪ জন শিল্পী। তারা হলেন- রফিকুল আলম, এ্যান্ড্রু কিশোর, ফাহমিদা নবী ও এস আই টুটুল। মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ ও বিজয় নিয়ে শিল্পীরা তাদের পছন্দের গান পরিবেশন করেছেন এ অনুষ্ঠানে। গান পরিবেশনের আগে বিজয় দিবস ও গান নিয়ে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেছেন শিল্পীরা। ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন মনোরম লোকেশনে গানগুলোর চিত্রায়ণ করা হয়। এছাড়া অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন এমন একজন বীর মুক্তিযোদ্ধা সুলেমান আলী যিনি ১৯৭১ সালে সিলেটের হবিগঞ্জে সম্মুখযুদ্ধে লড়েছিলেন, তার উপর রয়েছে বিশেষ প্রতিবেদন। রয়েছে মৌলভীবাজার জেলার কুলাউড়ার রাঙ্গিছড়া চা বাগানের সুদর্শন রবি দাশের উপর একটি উদ্বুদ্ধকরণ প্রতিবেদন। যিনি দেশের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা থেকে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের সঠিক সুরে জাতীয় সংগীত পরিবেশনে সাহায্য করার উদ্দেশ্যে একটি ব্যতিক্রমী কাজ করেছেন। মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার প্রায় ৫০০টি প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সঠিক সুরে জাতীয় সংগীত পরিবেশনে উদ্বুদ্ধ করেছেন তিনি। অনুষ্ঠানটি নির্মাণে নির্দেশনা দিয়েছেন হানিফ সংকেত। এটি আগামীকাল রাত ৮টায় এটিএন বাংলায় প্রচার হবে।