এসবিএন ডেস্ক:
আজ সোমবার নির্ধারিত দিনে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে নেত্রকোনা পৌরসভার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। মেয়রদেরকে দলীয় এবং সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরদের জন্য নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত প্রতীক বরাদ্দ দেয়া হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার কর্তৃক সকাল ১১টা থেকে প্রার্থীদের পছন্দ করা এবং লটারির মাধ্যমে প্রতীকগুলো বাছাই করে প্রার্থীদের জন্য নির্ধারণ করা হয়।
রিটানিং অফিসার নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. আব্দুর রহিম প্রার্থীদের উপস্থিতিতে এ সকল প্রতীক বরাদ্দ দেন। প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই প্রার্থীরা সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারণায় নেমে পড়েন।
জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নেত্রকোনার ৫টি পেৌরসভায় মোট মেয়র প্রার্থী ১৫ জন, সাধারণ কাউন্সিলর ১৭০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর ৫০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভাগুলো হচ্ছে নেত্রকোনা, কেন্দুয়া, মোহনগঞ্জ, দূর্গাপুর ও মদন। এগুলোর মধ্যে মোহনগঞ্জ ও মদনে মেয়র পদে আওয়াম লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এছাড়া অন্যগুলোতে বিভিন্ন দলের মনোনিত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।