এসবিএন ডেস্ক:
পাকিস্তানের পারাচিনারে কুররাম এজেন্সির একটি কাপড়ের বাজারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন নিহত এবং প্রায় অর্ধশত লোক আহত হয়েছেন। রোববার দুপুরের দিকে এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, বিস্ফোরণের ঘটনায় ১৫ জন নিহত হয়েছে। এছাড়া অাহত হয়েছে আরো ৪৭ জন যার মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর।
জনবহুল এ কাপড়ের বাজারে বিস্ফোরণের সময় অনেক লোকের সমাগম ছিল। শীত আসার কারণে সেই বাজারটিতে ক্রেতার সংখ্যা অনেক বেশি ছিল। ঘটনার পরপরই হতাহতদের দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে।
তবে হামলাটি আত্মঘাতী না রিমোট নিয়ন্ত্রিত বিস্ফোরণ তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এরই মধ্যে নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘেরাও করে অনুসন্ধান চালাচ্ছে।
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, বিস্ফোরণটি পূর্ব পরিকল্পনা অনুযায়ী করা হয়েছে। এরইমধ্যে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে। এখনো কোন ব্যক্তি বা দল এ হামলার দায় স্বীকার করেনি।