এসবিএন ডেস্ক:
প্যারিসে হামলা এবং তার কয়েকদিনের মধ্যে ক্যালিফোর্নিয়ায় হামলার পর বিশ্বজুড়েই মুসলমানদের উপর চাপ সৃষ্টি হয়েছে। পাশ্চাত্যের দেশগুলোতে ইসলাম বিদ্বেষী মনোভাব প্রকটভাবে লক্ষ করা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে ‘মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা উচিত’ মন্তব্য করে বিতর্কের ঝড় সৃষ্টি করেন। যদিও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির পাশাপাশি সাধারণ মানুষরাও তার এই বক্তব্যের বিরোধিতা ও প্রতিক্রিয়া জানিয়েছেন। এই উত্তাল পরিস্থিতির মধ্যেই ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ মুসলিমদের পাশে দাঁড়ালেন। তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসের মাধ্যমে বলেন, ‘আমি আমার কমিউনিটি এবং সারা বিশ্বের মুসলমানদের সমর্থনে নিজের কণ্ঠকে যোগ করতে চাই। প্যারিস আক্রমণ ও তা থেকে সৃষ্ট ঘৃণার আবহ থেকে আমি শুধু সেই ভয়টাই কল্পনা করতে পারি যে, অন্যের কর্মের জন্য মুসলমানরা অনুভব করছেন তারা অত্যাচারিত হবেন। একজন ইহুদি হিসেবে, আমার অভিভাবক আমাকে যেকোনো সম্প্রদায়ের উপর আক্রমণের বিরুদ্ধে দাঁড়ানোর কথা শিখিয়েছেন। যদি এই আক্রমণ আজ তোমার বিরুদ্ধে নাও হয়, যেকোনো স্বাধীনতাবিরোধী হামলার আঘাত একদিন সবাইকে বিক্ষত করবে। আপনি যদি এই সম্প্রদায়ে বসবাসকারী একজন মুসলিম হয়ে থাকেন। ফেসবুকের একজন নেতা হিসেবে আমি আপনাকে জানাতে চাই আপনি সবসময়ই এখানে স্বাগতম। এবং শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ সৃষ্টির পাশাপাশি আপনার অধিকার আদায়ের লক্ষ্যে একসঙ্গে লড়াই করব। একটি সন্তান আমাদের মনে অনেক আশা জাগিয়েছে। কিন্তু কিছু ঘৃণা পারে খুব সহজেই যেকোনো স্বপ্ন ধ্বংস করতে। আমাদের আশাহত হলে চলবে না। যতদূর সম্ভব আমরা একে অন্যের পাশে দাঁড়াবো। আমরা যদি একসাথে দাঁড়াই এবং পরস্পরের মধ্যে ভালো বিষয়গুলো দেখি, তাহলে আমরা সবার জন্য ভালো একটি পৃথিবী গড়ে তুলতে পারব।’