এসবিএন ডেস্ক:
চীনের কাছ থেকে সর্বাধুনিক দুটি কর্ভাট যুদ্ধজাহাজ পেল বাংলাদেশ নৌবাহিনী।ইতিমধ্যে বাংলাদেশের কাছে জাহাজ দুটি হস্তান্তর করেছে চিন।
চীনের রাষ্ট্রায়ত্ত পিপল’স ডেইলি জানিয়েছে, দূরসমুদ্রে এ যুদ্ধজাহাজ ঘন্টাপ্রতি সর্বোচ্চ ২৫.৫ নট গতিতে চলতে পারে। পাশাপাশি এতে সংযুক্ত রয়েছে বহুমুখী প্রতিরক্ষা ও আক্রমণ ব্যবস্থা।
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের কিদং শহরে বাংলাদেশ নৌবাহিনীর কাছে যুদ্ধজাহাজ দু’টি হস্তান্তর করে চীনের শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি কর্পোরেশন (সিএসআইসি)।
জাহাজ দু’টির প্রত্যেকটির ওজন ১৩০০ টন, দৈর্ঘ্য ৯০ মিটার ও প্রস্থ ১১ মিটার।
উল্লেখ্য, কর্ভার্ট শ্রেণির যুদ্ধজাহাজ টহল জাহাজ বা প্যাট্রল ক্রাফট থেকে বড় ও ফ্রিগেট থেকে ছোট হয়ে থাকে। সিএসআইসি’র প্রধান প্রকৌশলী ঝু শুয়েজুন বলেন, বাংলাদেশ নৌবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজ হবে এ দু’টি।