এসবিএন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি জেলখানায় অনশন করছেন ১০ জন বাংলাদেশি। অবৈধ অভিবাসনের অপরাধে তাদের আটক করা হয়। ক্রোম সার্ভিস প্রসেসিং সেন্টার নামের একটি ডিটেনশন সেন্টারে থাকা এসব বাংলাদেশি ১০ দিন ধরে কেবল পানি পান করে দিন কাটাচ্ছেন। শুক্রবার তারা চিকিৎসা সুবিধা নিতেও অস্বীকৃতি জানান।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, জোরপূর্বক তাদের শারীরিক পরীক্ষা চালাতে মিয়ামি ফেডারেল কোর্টের কাছে নির্দেশনা চেয়েছে কারা কর্তৃপক্ষ। আটককৃতরা প্রয়োজনীয় শারীরিক পরীক্ষাগুলো চালানোর বিষয়ে আপত্তি করছেন বলে আবেদনে বলা হয়েছে।
আটককৃত বাংলাদেশিদের বয়স ১৯ থেকে ৪৩ বছর। ২০১৪ ও ২০১৫ সালে টেক্সাসের হিদালগো থেকে এই বাংলাদেশিদের আটক করা হয়। অবৈধ পথে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করায় পুলিশ তাদের আটক করে।