September 27, 2024, 11:02 pm

সংবাদ শিরোনাম :
রুদ্র নিহতের ঘটনায় সিলেটে মামলা, আসামি ৩ শতাধিক বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের পরিচয় আসাদুজ্জামান ও ওবায়দুল কাদেরর নিষেধাজ্ঞা দিতে আহ্বান মার্কিন কংগ্রেসের ৬ সদস্যের নোবেলজয়ী থেকে সরকার প্রধান কে এই ড. ইউনূসের বড়লেখাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সমাজসেবক সাইদুল ইসলাম নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রবাস খাঁদে”পুলিশেরে সাহসী ভূমিকায় বেঁচে গেল ১১ টি প্রান” সিলেটে কমছে বন্যার পানি, বর্ষায় বাড়ছে রোগবালাই আগামীকাল সিলেট ফিরছেন মেয়র আনোয়ারুজ্জামান বাজেটে বাড়ছে বিড়ি-সিগারেটের দাম প্রধানমন্ত্রী পদে মোদীকে সমর্থন নাইডু ও নীতিশের হুয়াওয়ের ‘উইমেন ইন টেক’ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা সিলেটে অবৈধভাবে আসা ২ কোটি টাকার ভারতীয় চিনি জব্দ সিলেট মহানগর যুবলীগের ৪ নং ওয়ার্ড কমিটি গঠন”সভাপতি পদে শাকিল নির্বাচিত চোরাচালান লাইনম্যান রুবেল আহমদ বেপরোয়া জমির ধান নষ্ট করে দিলো প্রতিপক্ষ: দিশেহারা কৃষক সিলেটে ইট ভাটা নিয়ে নজিরবিহীন কেঙ্ককারী বিশ্ব গাজায় হত্যাকাণ্ড প্রত্যক্ষ করছে, বন্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না : প্রধানমন্ত্রী সুজানগর ইসলামী সমাজকল্যাণ পরিষদের কমিটি গঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে উন্মুক্ত সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাওলানা লুৎফুর রহমানের মৃত্যু ”গুজব সংবাদ ফেসবুকে” বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বিজিবির নিয়ন্ত্রণে পুলিশের সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা নিতে হবে সচিবদের :প্রধানমন্ত্রীর সিলেটে বিজয় দিবসে গানের অনুষ্ঠানে সংঘর্ষ:নিহত-১ বইমেলা বাঙালি জাতিসত্তা দাঁড় করাতে সহায়ক : কবি নুরুল হুদা বন্ধুকে বিদেশ পাঠানোর সহযোগীতায় বন্ধু খুন দুর্নীতি-অনিয়ম র অভিযোগে ডৌবাড়ী প্রবাসী কল্যাণ ট্রাস্টের ৪ সদস্য বহিষ্কারের অভিযোগ ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোয়াইনঘাটের শীর্ষ কুখ্যাত চোরাকারবারী কালা মিয়া বিছানাকান্দি সীমান্তে অবৈধ পথে ঢুকছে ভারতীয় গরু :নেপথ্যে গোলাম হোসেন!
যেখানে ফারাওরা থাকেন

যেখানে ফারাওরা থাকেন

Please Share This Post in Your Social Media

এসবিএন ডেস্ক:
সেই ছোটবেলায় পাঠ্যপুস্তক থেকে মিসরের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে অল্পবিস্তর পরিচিত হয়েছিলাম। বলা যায় তখন থেকেই নিজের ভেতরে মিসরের পিরামিড ও নীল নদ দেখার একটা সুপ্ত ইচ্ছা তৈরি হয়েছিল।

ঢাকা থেকে কুয়েত সিটি পৌঁছতে সময় লেগে গেল সাড়ে পাঁচ ঘণ্টার মতো। মাঝখানে তিন ঘণ্টা ১৫ মিনিটের বিরতি। এরপর আবার উড়াল দিলাম। প্রায় আড়াই ঘণ্টা পর কায়রো ইন্টারন্যাশনাল বিমানবন্দরে এসে নামল বিমানটি।

আগেই রুম বুকিং ছিল গ্র্যান্ড পিরামিড হোটেলে। হোটেলটা কায়রো এয়ারপোর্ট থেকে ২৬ কিলোমিটার দূরে। তবে গিজা পিরামিডের খুবই কাছে। আর ভাড়া সে হিসেবে তেমন একটা নয়, বাংলাদেশি ২৮০০ টাকা।

কপাল ভালোই বলতে হবে। আমাদের রুম পড়েছে হোটেলের তিন তলায়। সেখান থেকে পিরামিডের উঁচু অংশটা দিব্যি দেখা যায়। হোটেলে পৌঁছতে রাত বেশি হয়ে যাওয়ায় সেদিন আর পিরামিড দেখা হলো না।

পরদিন সকাল ৮টায় ঘুম থেকে উঠে কোনো রকম চোখে-মুখে পানি দিয়েই হোটেল থেকে বের হয়ে গেলাম। নাশতাও করলাম না। পিরামিড দেখার জন্য এমনই আকুলিবিকুলি করছিল মনটা। আগের দিন রাতেই হোটেল ম্যানেজারের সঙ্গে কথা বলে রেখেছিলাম। তাঁর কাছ থেকে পিরামিড ভ্রমণসংক্রান্ত বেশ কিছু টিপসও পেলাম। তিনিই জানালেন এই হোটেলের খুব কাছ থেকেই কিছু মাইক্রোবাস চলাচল করে, যা সরাসরি পিরামিডের কাছে পৌঁছে দেয়। দুই বন্ধু একটা মাইক্রোবাসে চেপে বসলাম। ভাড়া জনপ্রতি দুই মিসরীয় পাউন্ড, বাংলাদেশি টাকায় প্রায় ২০ টাকা। ট্যাক্সিতে গেলে ভাড়া নাকি বেশি পড়বে, ১৫ থেকে ২০ মিসরীয় পাউন্ড। মাইক্রোবাসে করে পিরামিডে পৌঁছতে সময় লাগল ৭-৮ মিনিট। পিরামিডের কম্পাউন্ডে ঢোকার আগে এক মিসরীয় রেস্টুরেন্টে গেলাম সকালের নাশতা করার জন্য। তাতে ছিল ওদের ঐতিহ্যবাহী খাবার কাশহারি ও ফিলাফিল। দুটির স্বাদ দুই রকম। কিন্তু ফিলাফিলটা ছিল একটু বেশি মজার। ওটা খেতে হয় রুটি আর বিশেষ একধরনের সস ও সালাদ দিয়ে।

নাশতা খেয়ে বের হতেই কয়েকজন মিসরীয় যুবক এগিয়ে এসে নিজেদের স্থানীয় ট্যুরিস্ট গাইড হিসেবে পরিচয় দিল। জানালো, ঘোড়ার গাড়িতে করে ঘুরে ঘুরে পিরামিড দেখতে চাইলে আমাদের দুজনের জন্য লাগবে ৬০০ মিসরীয় পাউন্ড আর উটে চড়তে জনপ্রতি ৭০০ মিসরীয় পাউন্ড। দরদাম করে শেষ পর্যন্ত একটা ঘোড়ার গাড়িই ঠিক করলাম ২৮০ মিসরীয় পাউন্ড দিয়ে। এই টাকায় প্রায় তিন ঘণ্টা ঘুরিয়ে দেখাবে পুরো পিরামিডের এলাকা।

এক্কা গাড়ির মতো দেখতে ওদের ঘোড়ার গাড়িগুলো। লাল রঙের। তবে হুডটা সাদা। রোদের উত্তাপ যেন কম লাগে সে জন্যই বোধ হয়।

পিরামিড কম্পাউন্ডের ভেতরে ঢোকার পর মনে হলো, ওই দেখা যায় পিরামিড! কতই না কাছে ওটা। দুই পা হাটলেই পৌছে যাবো। কিন্তু ঘোড়ার গাড়ি যতই সামনের দিকে যাচ্ছে, ততই মনে হচ্ছে রাস্তা যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। শেষই হচ্ছে না। পরে জানতে পারলাম পিরামিড থেকে প্রবেশ গেট প্রায় আধা কিলোমিটার দূরে।

প্রত্যেক বিদেশি পর্যটকের জন্য পিরামিডের প্রবেশ মূল্য ৮০ মিসরীয় পাউন্ড। শুধু তা-ই নয়, পিরামিডের ভেতরের জাদুঘর দেখতে হলে বাড়তি দিতে হবে আরো ২০০ মিসরীয় পাউন্ড। তখন বেলা প্রায় ১১টা। আমাদের গাইড মুহাম্মদ ইব্রাহিম দুটি টিকিট নিয়ে এলো। পিরামিডের কাছে যেতেই থমকে গেলাম, আর কিছুক্ষণ অবাক নয়নে তাকিয়ে রইলাম। সত্যিই এই আধুনিক প্রযুক্তির যুগেও প্রাচীন শ্রমিকদের অতি কষ্টের তৈরি এই পিরামিড আসলেই অসাধারণ আর আশ্চর্যের এক স্থাপনা।

প্রাচীন মিসরীয় শাসকদের কবর বা সমাধি দেওয়ার জন্য তৈরি করা হতো এসব পিরামিড। মিসরে ছোট-বড় মিলিয়ে রয়েছে ৭৫টি পিরামিড। সবচেয়ে বড় ও আকর্ষণীয় পিরামিড হচ্ছে গিজার পিরামিড। এটি ‘খুফুর’ পিরামিড হিসেবে পরিচিত। তৈরি হয়েছিল প্রায় পাঁচ হাজার বছর আগে। ৪৮১ ফুট উচ্চতা ও ৭৫৫ বর্গফুটের এই পিরামিডটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় ২০ বছর। খেটেছিল আনুমানিক এক লাখ শ্রমিক। আমাদের গাইড জানাল, প্রতিবছর লাখ লাখ পর্যটক আসে এই পিরামিড দেখার জন্য। তবে বর্তমানে পর্যটক কমে গেছে দেশের রাজনৈতিক উত্তেজনার কারনে। আইএসএর হামলার হুমকি তো আছেই।

পিরামিডের পাশেই আরো রয়েছে বিশ্ববিখ্যাত এক মূর্তি। মানুষ এটিকে চেনে, ‘দ্য গ্রেট স্ফিংস অব গিজা’ নামে। ৩০০০ খ্রিস্ট-পূর্বাব্দে তৈরি করা এই প্রাচীন স্থাপত্যটি পৃথিবীর সর্ববৃহত্ মনোলিথ মূর্তি, যার দৈর্ঘ্য ৭৩.৫ মিটার, প্রস্থ ৬ মিটার আর উচ্চতা ২০ মিটার। স্ফিংসের মূর্তি দেখার জন্য অবশ্য কোনো টিকিট লাগল না, শুধু পিরামিডের টিকিটের অংশটি দেখাতে হয়েছে।

পিরামিডের কাছে অনেক পেশাদার ফটোগ্রাফারের দেখা মিলল। এরা বিভিন্নভাবে ছবি তুলে দেয়। খরচ পড়ে ছবিপ্রতি ২০ থেকে ৩০ মিসরীয় পাউন্ড। আবার উটে চড়েও ছবি তোলা যাবে, তাতে খরচ অনেক, ১০০ মিসরীয় পাউন্ড।

দুপুর ২টা পর্যন্ত ঘোড়ার গাড়ি দিয়ে পুরো পিরামিড এলাকাটি ঘুরে দেখলাম। তারপর গাইড ইব্রাহিমকে কিছু বখশিশ দিয়ে বিদায় করে নিজেরাই ঘণ্টাখানেক ঘুরে বেড়ালাম।

বিকেল সাড়ে ৩টায় শেষ হলো আমাদের পিরামিড দর্শন। এর মধ্যে খিদেও লেগেছে বেশ। পিরামিডের প্রবেশ গেটের পাশে কেএফসিতে ঢুকে পড়লাম। এখানে ঢুকে যে ভুল করিনি, তা বুঝতে পারলাম তিনটি পিরামিড একসঙ্গে দেখতে পেরে।





Calendar

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  



  1. © সর্বস্বত্ব সংরক্ষিত © 2017 sylhet71news.com
Design BY Sylhet Hosting
sylhet71newsbd