সিলেট নগরীর দক্ষিণ সুরমার ২৫নং ওয়ার্ডের কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ১ম নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান গত ১৬ জানুয়ারি বৃহস্পতিবার রাতে কায়েস্থরাইল মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউকে’র নরফোক এন্ড নরউইচ ব্রাঞ্চ আওয়ামলীগের প্রেসিডেন্ট ও কাউন্সিলর নর্থ ওয়ালশাম টাউন কাউন্সিল নর্থ ওয়ার্ড এফ.এম চৌধুরী ছালিক।
কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির সভাপতি মোঃ জহির হোসেন রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এজাজ উদ্দিন আহমেদ সানি’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, ইউএসএ’র প্রবাসী উপদেষ্টা সুয়েব উদ্দিন আহমদ, সমিতির প্রধান উপদেষ্টা আব্দুল আহাদ কোহিনুর, কায়েস্থরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কায়েস্থরাইল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিজাম উদ্দিন, সমিতির সাবেক সভাপতি কফিল উদ্দিন আলমগীর। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা হাজী জুনেদ আহমদ, সাদেক খান, সহ সভাপতি বদরুল আলম, সাংগঠনিক সম্পাদক তায়েফ আহমদ, নির্বাহী সদস্য আসাদ উদ্দিন এপলু, আলাউর রহমান রুমন প্রমুখ সহ সমিতির নেতৃবৃন্দ।
উদ্বোধনী খেলায় এনএফসি স্টুটিং স্টার বাগবাড়ী বনাম ভাই ভাই ব্রাদার্স কানাইঘাট এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন গিয়াস উদ্দিন। সহকারী শামীম হক মইনুল ইসলাম। ধারাভাষ্য দেন সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার সাধারণ সম্পাদক কামরান হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তার বলেন, যুব সমাজকে অন্যায়-অপরাধমূলক কার্যক্রম থেকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা মন ও শরীর সুস্থ রাখে। এ ধরনের নাইট মিনি টুর্নামেন্ট থেকে ভালো খেলায়াড় তৈরি সম্ভব। একজন খেলোয়াড় নিজেদের উন্নতির পাশাপাশি দেশ ও জাতির পরিচয়ন বিশ^দরবারে তুলে ধরতে পারেন। বক্তারা কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতি এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করায় সাধুবাদ জানান এবং এ ধারা অব্যাহত রাখার আহবান জানান।