নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর বন্দরবাজারস্থ লালবাজারে পংখিরাজ মাছ বিক্রির জন্য এসেছে। পংখিরাজ মাছ এর খবর শোনে বিভিন্ন স্থান থেকে বিরল প্রজাতির মাছটি একজনর দেখার জন্য ক্রেতা ও দর্শনার্থীরা ভীড়জমান। অনেকে মন্তব্য করেছেন সিলেটে এই প্রথম লালবাজারে পংখিরাজ মাছ বিক্রির জন্য এসেছে। মাছ আসায় লালবাজারে পরিচিতি ছড়িয়ে পড়ছে।
সিলেটের ঐতিহ্যবাহী লালবাজারে অতীতেও বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ বিক্রি হয়েছে। সৌখিন ক্রেতাগণ দূরদূরান্ত থেকে বড় মাছের খবর পেলেই লালবাজার থেকে ক্রয় করে নিয়ে যান।
জানা যায়, ৫ জানুয়ারি রোববার ভোরে একজন বিক্রেতা চট্টগ্রাম থেকে থাইল্যান্ডী একটি পংখিরাজ মাছ বিক্রি জন্য লালবাজারে নিয়ে এসেছেন। মাছটির ওজন প্রায় ৩৮ কেজি। মাছটি ৫০ হাজার টাকায় বিক্রি জন্য দাম চাচ্ছে মৎস্য ব্যবসায়ী বাচ্চু মিয়া।
লালবাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক গোলজার আহমদ জগলু বলেন, বিরল প্রজাতির থাইল্যান্ডের পংখিরাজ মাছটি লালবাজারে এসেছে। মাছের খবর পেয়ে উৎসুক জনতা বাজারে ভীড় জমান। এর আগেও বিভিন্ন সময় এই বাজারে বড় বড় মাছ এসেছে এবং বিক্রি হয়েছে। বাজার কর্তৃপক্ষ সব সময় বড় বড় মাছ সিলেটের মানুষদের খাওয়ানের চেষ্টা করে যাচ্ছে। এতে লালবাজারের পরিচিতি ও সুনাম ছড়িয়ে পড়ছে।